বেষ্টফ্রেন্ডের জন্য
--দোস্ত আমি তোকে ভালোবাসি??(আমি)
--কি বলিস তুই কি পাগল হয়েছিস?আমরা শুধু বেষ্টফেন্ড।
হা এই একটি কথা সব সময় শুনতে হয় সাবিহার কাছে। যত বার বলি ভালোবাসি।তত বাড়ি একটা না একটা বাহানা করে।
জানি না কেন এমন করে।সাবিহা আর আমার পরিচয় ফেসবুকে।
জানি না কেন এমন করে।সাবিহা আর আমার পরিচয় ফেসবুকে।
একদিন সাবি
এর পর থেকে প্রতি নিয়ত কথা হতো।এক সময় আমি হয়ে উঠি সাবিহার বেষ্টফ্রেন্ড।
সাবিহা আমার পাশের এলাকার মেয়ে।তাই তো আর মনে ধরেছে।
হার আইডি থেকে রিকোয়েস্ট আসে সেটা এস্কসেপ্ট করি।এর পর থেকে প্রতি নিয়ত কথা হতো।এক সময় আমি হয়ে উঠি সাবিহার বেষ্টফ্রেন্ড।
সাবিহা আমার পাশের এলাকার মেয়ে।তাই তো আর মনে ধরেছে।
আর বেষ্টফ্রেন্ড কে ভালোবাসা মানেই জীবনে বড় কিছু পাওয়া।
,, --আমি যদি তোকে বলি তোকে ভালোবাসি তাহলে কি করবি??
---আমি তোকে বাসতে পারবো না।আমার পরিবার থেকে যেখানে বিয়ে দিবে সেটাই মনে নিবো।
----আমি কি তোর যোগ্য না??
---জানি না!
এই রকম প্রশ্ন করলে উত্তর হয় এমনি।কিন্তু কি করবো।
তিনমাস হলো বন্ধুত এরি মাঝে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না।প্রতিদিন সাবিহার জন্য ফেবুতে আসি।প্রতিদিন কথা বলি কিন্তু সব কিছু মাঝে কেমন জানি একটা শূন্যতা থাকে।
সেটা হলো সাবিহার শূন্যতা ইচ্ছা করে সারাজীবন পাশে ধরে রাখি।কিন্ত সেই তো কোনো সারা দিচ্ছে না।
সেটা হলো সাবিহার শূন্যতা ইচ্ছা করে সারাজীবন পাশে ধরে রাখি।কিন্ত সেই তো কোনো সারা দিচ্ছে না।
--সাবিহা আমি তোকে সত্তি অনেক ভালোবাসি বিশ্বাস কর তোকে ছাড়া থাকতে পারি না।
---শোন আমি রিলেশন করবো না।জীবনে বেচে থাকতেও।পরিবারের উপর সব কিছু।
---ঠিক আছে!আমি তোর পরিবারের সাথেই কথা বলবো তাদের ফোন নাম্বার দে?
---না থাক লাগবে না!
প্রতিবার এমনি উত্তর শুনতে ভালোই লাগে।জানেন কেন? একটা মেয়ে তার পরিবারকে কতটা ভালোবাসে এটা হয় তো তারি প্রমাণ।
কিন্তু আমি তো তাকে ছাড়া বাঁচতে পারবো না সেটা কেন বুজতাছে না।
আমার কি ভালোবাসার কোনো দাম নাই??
নাকি বেষ্টফ্রেন্ড কে ভালোবাসতে নেই কোনট??
কিন্তু আমি তো তাকে ছাড়া বাঁচতে পারবো না সেটা কেন বুজতাছে না।
আমার কি ভালোবাসার কোনো দাম নাই??
নাকি বেষ্টফ্রেন্ড কে ভালোবাসতে নেই কোনট??
আমার মতে বেষ্টফ্রেন্ড হলো সঠিক জীবন সঙ্গী কোনো সময় ছেড়ে যাবে না।সারাজীবন পাশে রবে।সারাক্ষন আগলে রাখবে।সারাক্ষন শাশন করবে।
অনেকেই বলেছেন,,যদি তোমার কোনো বেষ্টফ্রেন্ড মেয়ে থাকে তাকে কখনো হাড়াও না।পারলে তাকে জীবন সঙ্গী বানাও।যাতে কোনো দিন হারিয়ে না যায়।
কিন্ত সাবিহা তো আমাকে বুজতাছে না।সে কি আমাকে একবারও বুঝে না আমি তাকে কত ভালোবাসি?নাকি সে আমাকে চায় না।
--দোস্ত আমি তোকে সত্তি অনেক ভালোবাসি??
---হুম
---পিলিজ তুই কি আমাকে ভালোবাসিস না?
---জানি না '
---তোর জন্য আমি সব করতে পারবো। তুই যা বলবি!তাও তোকে চাই আমি?
---সময় মতো হবে এখন কিছু বলতে পারবো না।
এই কথাটা শুনতে শুনতে এখন অভ্যাস হয়েছে তাই আর আগের মতো কোনো কষ্ট লাগে না।
তার জন্য সারাদিন অপেক্ষা করি।যখন সে কত ভালো তখন ভালো থাকি কিন্তু যখন কথা বলে না।অনেক কষ্ট পাই।
তার জন্য সারাদিন অপেক্ষা করি।যখন সে কত ভালো তখন ভালো থাকি কিন্তু যখন কথা বলে না।অনেক কষ্ট পাই।
তাই তো প্রতিদিন তার কথা মনে করে তার মেসেজ গুলো পরি যেন বুঝতে না পরি সে আমার কাঝে নাই।
এমনো হয় শতবার তার প্রফাইলে যাই।যদি প্রফাইলে গেলে নোটিফিকেশন যেত।তাহলে বুঝতে পারতো কত মিস করি তাকে।
---তুই কি আমাকে একটুও ভালোবাসিস না।
*---জানি না!
--তোর বিষয়ে আস্মুকে বলছি কি করবো বল?
---জানি না!
***সতি করে বলতে তুই কি জানিস?
---আমি তোর কাছে যেটা চেয়ে ছিলাম তুই সেটা দিস নি আমাকে?
---তুই কি চেয়েছিলি?
---বন্ধুত,,,,ভালোবাসা নয়?
---আচ্ছা,,,ঠিক আছে বন্ধু হয়েই থাকবো।
হাজারো কথার মাঝে লুকিয়ে থাকা কষ্ট টা কেও দেখে না।বেষ্টফ্রেন্ডকে ভালো বেসে সুন্দর জীবন গড়তে চেয়েছিলাম।কিন্ত সে আজো সারা দিলো না।কবে যে সারা দিবে।
যেদিন হয় তো থাকবো না সেদিন হয়ও বুঝবি।অথবা যত ক্ষনে বুঝবি তত ক্ষনে আমি হয় অন্ধ গলির পথে চলে যাবো হাজারও ডাকলে ফিরবো না।
যেদিন হয় তো থাকবো না সেদিন হয়ও বুঝবি।অথবা যত ক্ষনে বুঝবি তত ক্ষনে আমি হয় অন্ধ গলির পথে চলে যাবো হাজারও ডাকলে ফিরবো না।
বিশ্বাস কর দোস্ত আমি তোকে সত্তি অনেক ভালোবাসি।তুই যত বাড়ির না বলিস তোকে তত বাড়ি আরও ভালোবাসব।হয় তো তোকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না।
সত্তি তোকে অনেক ভালোবাসি।
তুই হয় তো মনে করেছিস ভালোবাসলে বন্দুত থাকবে না।বিশ্বাস কর বন্ধুর মাঝে গড়ে ওঠে ভালোবাসা।সেই ভালোবাসার মধ্য দিয়ে আরও মজবুত হয় বন্ধুত।সেটা নিয়ে গড়ে ওঠে একটা সুখের জীবন যাকে বলে।'
(দুই মন এক প্রাণ)
তুই হয় তো মনে করেছিস ভালোবাসলে বন্দুত থাকবে না।বিশ্বাস কর বন্ধুর মাঝে গড়ে ওঠে ভালোবাসা।সেই ভালোবাসার মধ্য দিয়ে আরও মজবুত হয় বন্ধুত।সেটা নিয়ে গড়ে ওঠে একটা সুখের জীবন যাকে বলে।'
(দুই মন এক প্রাণ)
আমি তোর পথ চেয়ে রইলাম।তুই যেদিন বলবি আমাকে ভালোবাসিস সেদিন তোকে আবার ভালোবাসার কথা বলেো।।।
পিলিজ একটি বার ভালোবেসে দেখ।।।।
অপেক্ষায় রইলাম তোর সাবিহা!
i waiting,,,,,,,,,,,
i waiting,,,,,,,,,,,
"
Comments
Post a Comment