কাস্টমার কেয়ারের মেয়ের সাথে প্রেম
পর্বঃ৩
আমি যেই ভাবা সেই সোজা।ঠিকানা অনুযায়ী গেলাম।গিয়ে দেখি কত সুন্দর সুন্দর মেয়ে। আমি তো অবাক।যাই হোক এত নজর না দেই যাকে খুজতে এসেছি তাকেই দেখে যাই।
সামনে একটা মেয়েকে বলাম
,,,,আপু একটু সাবিহাকে ডেকে দেওয়া যাবে কি?
,,,,,সরি ভাইয়া সাবিহা তো আজ আসেনি।(মেয়েটা)
,,,,,ও আচ্ছা ধন্যবাদ।
এই বলে মনটা খারাপ করে বাহিরে চলে আসলাম।মনটা বিষন খারাপ। তাই আর কোনো দেরি না করে বাসাতে এলাম।
শুধু বাহির কথা মনে পরতাছে।আমি তো সাবিহাকে দেখার জন্য প্রায় পাগল হয়ে গেছি।
রাতে বেলা সাবিহার কথা ভাবতাছি তেমন সময় ফোন এলো।দেখি সাবিহা ফোন দিছে।
,,,,কি খবর ?
,,,,ভালো না।।আমি কি তুমি এসে ছিলে কেয়ারের?
,,,,,,হুম এসেছিলাম।কিন্তু আমি আসি নাই এটা তোমাকে কে বল😳।
,,,,না মানে আমি তোকে একটু দেখতে চাই ছিলাম আর কি।সারপ্রাইজ দিতে।
,,,,,ও তুমি আমার সাথে দেখা করবা সেটা আগে বলবা তো।ঠিক আছে এসো কাল দেখা করি?
,,,,,তুমি কি সতি বলছো নাকি মজা করতাছো?
,,,,,কাল অফিস শেষে অমুক স্থানে?
,,,,,ওকে,,ঠিক আছে।
এই বলে ফোনটা রেখে দিলো।আমি তো মহা খুশি কাল দেখা করবো।আমার আর তর সইছে না।
রাতের মন ঘুম দিলাম।পরের দিন আস্তে আস্তে সময় যেতে যেতে দেখা করার সময় হলো।
রাতের মন ঘুম দিলাম।পরের দিন আস্তে আস্তে সময় যেতে যেতে দেখা করার সময় হলো।
ঠিকানা অনুযায়ী আমি ঠিক যায়গাতে গেলাম।সাবিহা কে ফোন দিলাম।সে ভীতরে ডাকলো।
রেষ্টুরেন্টের ভীতরে গেলাম।গিয়ে ওই কর্নারে দেখি একটা মেয়ে বসে আছে।কেমন জানি চেনা চেনা লাগতাছে।
সামনে গেলাম গিয়ে তো আমি পুরই অবাক।এত কালকের মেয়েটা।
সামনে গেলাম গিয়ে তো আমি পুরই অবাক।এত কালকের মেয়েটা।
,,,,কি খবর দারিয়ে আছো কেন বসো?
,,,,না মানে,,তুমি আমাকে চিনলে কি ভাবে??
,,,,তোমার মত গাধাকে কে না চেনে।কাল তুমি আমাকে স্যারপ্রাইজ দিতে চাইছিলে আজ আমি তোমাকে দিলাম গাধা সাহেব।
,,,,,এই শোন তুমি আমাকে গাধা বলবে না??
,,,,,,কেন গাধা বলে কি হবে।কাল তো গাধা হয়ে গেছিলে।
আমি আর কিছু বলাম না।সাবিহা দেখতে অনেক অনেক সুন্দর মনে হয় সামনে আমার পড়ি দারিয়ে আছে।
ওর সাথে নানান কথা হলো।ওর বাবা একজন সরকারি চাকরি জীবি।একমাত্র সন্তান সাবিহা। আর সে আজো নাকি কোনো রিলেশন করে নাই।
সেম আমার মত অবস্থা।
সেম আমার মত অবস্থা।
আমি যেন পরিবারে দ্বিতীয় ছেলে আমার বড় ভাই আছে।যাই হোক একটু পর।
,,,,,আচ্ছা তোমাকে কথা কথা বলি?(আমি)
,,,,হুম বলো কি বলবা?
,,,,হুম বলো কি বলবা?
আমি সোজা তাকে প্রেপোজ করলাম আমার এই রকম ভাব দেখে পুরাই অবাক।তারপর সে যা বলো।
,,,,আমি তোমাকে ভালোবাসি?(আমি)
,,,,আসলে তোমাকে কি বলবো বুঝতে পারতাছি না।তাও বলি আমার বিয়ে জন্য পরিবার থেকে ছেলে দেখেছে।আগামী মাসে দিন তারিখ ঠিক হবে(সাবিহা)
এটা শোনার পর আমার মাথায় আকাশ ভেগে পরলো।তার পর মাথা শান্ত করে বলাম।
,,,,,আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসে বা পছন্দ করও।
,,,,,হুম করি এখন কি করবো বলো।আমার পরিবার(সাবিহা)
,,,,,তুমি কোনো চিন্তা করো না তুমি কি আমাকে পেতে চাও?
,,,,,হুম পেতে চাই।
আর কোনো কথা বারালাম না যা বোঝার বুঝেছি।সাবিহাকে নিয়ে বাহিরে চলে আসলাম।ওকে বাসাতে পাঠিয়ে দিলাম।
কি খবর মিয়া ভাই বাসাতে পাঠাল তার কারন সে আমাকে ভালোবাসে।ভীতরে বলেছে।
এখন প্রায় সন্ধা হয়েছে তাই বাসাতে পাঠালাম আমিও বাসাতে এলাম।
এখন প্রায় সন্ধা হয়েছে তাই বাসাতে পাঠালাম আমিও বাসাতে এলাম।
রাতে ভাবতাছি অবশেষে আমি মনের মানুষ পেলাম কিন্তু তখনি সাবিহার ফোন।
,,,,,শোন আমার বাসাতে বিয়ের দিন তারিখ ঠিক করেছে আগামী সপ্তাহে বিয়ে।আমিেএখন কি করবো বলো।
,,,,,সমস্যা কি তুমি কি আমার সাথে পালাতে পারবে?
,,,,,হুম পারবো,, আজকেই পালাবো।
,,,,ওকে রেডি থাকো আমি আসতাছি।
কি কপাল একদিনে বিয়ে একদিনেই পালানো এই রকম কপাল যদি সবার হতো তাহলে নোবেল পাই তো।
,
,
Comments
Post a Comment